প্রতিদিন তাকে দেখে দর্শক মানুষ সে আদর্শ,
দর্শককে কাঁদায়, হাসায়, কখনো করে বিমর্শ!
ভিক্ষা করে, রিক্সা চালায় কখনও জননেতা,
সবাই তার ব্যথায় ব্যথাতুর সে সফল অভিনেতা।
কাঁদা হাসা দুঃখ যাতনা সব কিছু অভিনয়,
তাকে দেখে দর্শক কাঁদে এ মিথ্যা অশ্রু নয়!
সংসার করে দৃশ্যমান আদর্শ এক স্বামী,
কিন্তু তার সন্তান পিতৃস্নেহ বঞ্চিত দিবাযামী।
শব সাজে, দাফন দিয়ে তাকে নেয় কবরস্থানে,
কিন্তু আসল মৃত্যুর কথা একবারও কি ভাবে প্রাণে?
সবার জীবন চরিত্রায়ন করে, মস্ত অভিনেতা,
কারো ধার ধারে না কভু, সে যে স্বাধীনচেতা।
নাটক, সিনেমা, ধারাবাহিকে চরিত্র তার অঢেল,
অনেক টাকার বিনিময়ে করে বিজ্ঞাপনে মডেল।
ভিন্ন ধর্মী হয়ে, মসজিদে দাঁড়ায় নামাজের কাতারে,
হিন্দু সেজে প্রণাম জানায় মাটির পিতা-মাতারে।
পরের জীবন দিয়ে করে নিজের জীবন পার,
পরের কাহিনীর ছাঁয়ায় কাটায় এই পেশাদার।
মস্ত বড় ব্যবসায়ী কখনও বা হয় ডন,
হাতের তালুতে নাচায় পুলিশ ও প্রশাসন।
পরস্ত্রীকে বুকে টানে চুমু দেয় গাল ভরি,
কিন্তু স্ত্রী একাকিণী ব্যথার শয়ানে বিভাবরী!
তরুনীরা সব আকাঙ্খা করে তাকে পাওয়ার জন্য,
ভাবে স্বচোক্ষে দেখলে একবার জীবন হত ধন্য।
বুঝাতে চায়, অন্যায়ের প্রতিবাদে তার নেই জুড়ি,
পক্ষান্তরে অবচেতন সত্বাকে দেয় যৌন সুড়সুড়ি।
সে সারাটা জীবন এভাবেই পরের ছায়াতেই রয়
সাঁজ বেলাতে খোঁজে এবার আমার জীবন কই?
২০/০৩/২০১৪