অভিনেতা সে অভিনয় করে মঞ্চ টিভি পর্দায়,
দেশজোড়া সুনাম, সেলাম পায় গড়পড়তায়।
বছর গেলে অ্যাওয়ার্ড আসে বেশ ক'খানা বাড়িতে,
গরবে মাটিতে পা পড়েনা চড়ে দামী গাড়িতে।
পরের জীবনী নিজের দেহে করে চিত্রায়ন,
অন্যায়ের প্রতিবাদে খোলে সত্যের বাতায়ন।
খ্যাতিমানদের জীবনী করে নিজের জীবনে ধারণ,
নতুন নতুন কাহিনীতে অনুসন্ধান করে কারণ।
মিছে মিছি কাঁদে হাসে মিছি মিছি খায়,
পরের বউকে বউ বানায়, পরের ভাইকে ভাই।
ভিন্ন ধর্মী হয়ে সাজে ছাক্কা মুসলমান,
কভু রাম সিতা সেজে আল্লাহকে বলে ভগবান।
পরকে করে স্বজন, পরস্ত্রীকে একান্ত আপন,
গৃহ ছেড়ে দিনরাত দেশ-বিদেশে করে যাপন।
পরের মাকে মা বলে, পরের পিতাকে পিতা,
পড়ে কোরআন ইঞ্জিল বাইবেল গিতা।
নামাজ পড়ে, দাড়ি রাখে মাথায় টুপি পরি,
কখনও পুরোহিত সেজে মুখে গায় হরি হরি।
কখনও প্রেমিক সাজে, উথাল দেহ-মন
শত নারীকে হাতে নাড়ায় দিবা-নিশি সারাক্ষণ।
নাটক সিনেমার অভিনয়ে রোজ হয় তার বাসর,
দেখেনা কেউ পর্দার আড়ালে ভেঙে যায় তার ঘর!
গান করে, ডাঞ্চ করে দর্শকমনে তোলে তাল,
কখনো দারু পান করে হয়ে যায় বেসামাল।
ডক্টর, উকিল, জাজ সাজে, মানুষ আদর্শবান,
সমাজটাকে বদলে দিতে বাজি রাখে নিজপ্রাণ।
যুদ্ধ করে ফাইট করে বাহুতে অনেক বল,
একাই একশো লাশ ফেলে দেখায় নানা কৌশল।