ওই গাঁয়ের একটি ছেলে
নাম তার মাহবুব,
মিষ্টি-মধুর কাব্য লিখতে
পটু সে খুব।
আছে যতো নতুন কথা
পাবে তার খাতায়,
সব মানুষের মনের খোরাক
মেটায় কবিতায়।
তার কবিতাগুলো সবার
লাগে বড্ড ভালো,
তার কবিতা পাঠ করে পায়
জ্ঞানের আলো।
যে যখন সময় পায়
বসে তার পাশে,
সবাইকে সে হৃদয় দিয়ে
অধিক ভালবাসে।
তার কাছ গেলে সবার
মনে লাগে শান্তি,
তার কবিতা মুছে দেয়
মনের যতো ক্লান্তি।