কৃষকের হাতে পড়লে
লাঙলে ফালা ফালা,
তোমার বুক কর্ষণ করে
ভরে তাদের গোলা।
রাস্তায় পড়লে গাড়ির চাকায়
হও চূর্ণ-বিচূর্ণ
পতিত জায়গায় বন্ধ্যা
জীবনটা অপূর্ণ।
কুমোরের হাতে পড়লে
পুড়িয়ে করে লাল!
বিচিত্র জীবন তোমার
তোমার পোড়া কপাল।
নদী-জলাশয়ে পড়লে
দেখবে না কভু আকাশ
জলের সাথে রয়ে যাবে
জলজের সাথে বাস।
কী হতে কী হয়ে যাও
পাই না কিছু ভেবে
এই প্রশ্নের উত্তর
বল কে আমায় দেবে?
23/4/2015