নর্দমার কীট সেজেছে আজ সমাজপতি
জ্ঞানী-গুনীদের আজ দাম নেই একরতি।
সম্মানীরা লাঞ্ছিত, অপমানিত তবু নেই প্রতিবাদ
সমাজে শান্তি বজায় রাখার আছে অনেক সাধ!
সমাজে নেতারা এদের তুলে আনে খুঁজে খুঁজে
জ্ঞানীদের দিনাতিপাত করতে হয় মুখ বুঁজে।
পারে না তারা কিছুতেই গরম করতে মাথা
সন্তান-সংসার আরও আছে তাদের পিতা-মাতা।
ওদের তো সম্ভ্রম নেই, ঠিকই পালিয়ে বাঁচে
পড়ে থাকল সন্তান ঘর-সংসার যা কিছু আছে!
সম্মানী নিরুপায় হয়ে শুধু সহ্য করে যায়
পুলিশ, প্রশাসন আছে শুধু তাদের সেবায়।
নিজের ভিটায় থেকেও কেমন লাগছে পরাধীন
আমরা কি গাঙের শেওলা, নাকি তারচেয়েও হীন?
আজ এভাবে চলতে আছে, এই সমাজের হাল
চারদিক দেখি শুধু, জন্তু-জানোয়ারের পাল।
গায়ের জোরে পারবে নাতো জন্তুর সাথে লড়ে
কৌশল না চললে, মার খেতে হবে পড়ে পড়ে।
জন্তু-জানােয়ার চরাবে মাঠে, তা না হয়ে আলয়ে
জ্ঞানের লাঠি ধর হাতে, যাক পশুত্ব সব পালায়ে।