জ্ঞানীর সাথে কিছুটাকাল
করেছি নরক বাস!
নরক তাপে পুড়ে পুড়ে
জীবন হয়েছে নাশ!

উক্ত জ্ঞানীর কী জ্ঞান আছে?
অগ্নি থেকে আমায়,
রক্ষা করতে পারল নাকো
পুড়ে হলো সব ছাই!

পোড়া জীবন শীতল করতে
ঢুকি মুর্খের স্বর্গে,
বেরুবার রাস্তা জানা নাই
পড়ে আছি মর্গে!

মুর্খ সেতো স্বর্গ সুখের
অর্থ বোঝে নাকো,
না বুঝে তাই প্রবেশ করে
ভুল করেছি লাখো!

ভুলের হিসাব কষতে গিয়ে
করি শুধু আফসোস!
ভুল আমার নয়, পরম্পরার
মোর এটা কপাল দোষ!

০৯/০৭/২০১৬