একটি মাস কঠিন সিয়াম সাধনা করে,
আদৌ জানি না কী সফলতা এল ঘরে?
তাকওয়া অর্জন হল কীনা জানা নাই!
মনটাও অনুতপ্ত নয় সেই-ই উৎকণ্ঠায়?

সংযমের শুদ্ধতায় চলবো বাকী দিনগুলি,
এ কেমন আত্মশুদ্ধি নিমিষে গেছি ভুলি?
বিগত দিনের চেয়ে আখলাকে উন্নতি নাই!
ঢের অধঃপতনে, আগের চেয়ে অনেকটাই!

০৬/০৭/২০১৬