খোকা-খুকু আয়রে ছুটে
নীলাকাশের তলে,
আনন্দ সব নেরে লুটে
জুটে দলে দলে।

কাল তোরা যে সাঁঝাকাশে
দেখলি ঈদের চাঁদ,
তার হাসিতে ধরা হাসে
ভেঙে দুঃখের বাঁধ।

সংবৎসর কষ্টে যাদের
কেটেছে বিভাবরী,
ঈদানন্দ দিল তাদের
খুশিতে হৃদয় ভরি।

সবার মনের তৃষ্ণা মিটালো
নবীন চাঁদের হাসি,
কানন জুড়ে সুবাস ছড়ালো
নার্গিস রাশি রাশি।

পথে পথে কলরবে
বালক বালিকার দল,
মনে হয় খুশিরার্ণবে
তুলেছে মউজের ঢল।

যেন স্বর্গীয় সুধায় আছন্ন
মানবের জীর্ণ নিলয়
ভাই ভাইয়ের কলহস্মৃতি
হবে আজ সব বিলয় ৷

মাহে রমজানের পরে আজ
এলো খুশির দিন,
ঈদগাহে পড়বে নামাজ
সকল মুসলেমিন।

কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
উচু নিচু সকলে,
এক কাতারে যাবে দাঁড়িয়ে
সব গ্লানি ভুলে।

এসো ঈদগাহে করি গমণ
শির নোয়াই এক সাথে,
ভুলে যাই সবে দূরের বচন
পূণ্যের নব প্রাতে।

নামাজ শেষে সবার সনে
করি আলিঙ্গন
মুখর হবে কলতানে
ঈদগাহ্ প্রাঙ্গন ৷

ধনী গরীব ভুখা নাঙার
দিনটা হোক রঙিন
বছরে নয় একবার
রোজ হোক ঈদের দিন ৷

রচনা : ১৫/০৪/১৯৯৬ খ্রিঃ