খুকুমণি যা দেখে তাই
নিতে ধ'রে বায়না!
সবকিছু যে যায় না ছোঁয়া
সে তো বুঝতে চায় না!
সাঁঝ আকাশে চাঁদকে দেখে
বাবাকে সে বলে,
দেখো বাবা চাঁদ উঠেছে;
নেবো করতলে ৷
বাবা বলেন চাঁদটা তো মা
আছে অনেক উপর,
চাঁদকে তোমার হাতে দেওয়া
সে তো বড়ই দুষ্কর!
খুকুমণি বাবাকে দেয়
দারুণ পরামর্শ,
শুনলে বাবা চাঁদকে তুমি
করবে স্পর্শ ৷
চলো বাবা বাড়ি গিয়ে
উঠবে তুমি টুলে,
চাঁদটা আমায় পেড়ে দিও,
যেও না কো ভুলে!
রচনা : ১৬/০৬/২০১৬