নিত্য সকাল সাঝে
নগরায়নের কাজে
চলছে কত খোড়াখুড়ি,
ড্রেন ফুটপাথ সংস্কার
পানি, গ্যাস লাইন, তার
শেষ হয়না জোড়াজুড়ি ৷

নিমজ্জিত ভাঙা সরণিতে
দুর্গন্ধময় কাদা পানিতে,
আছে খোয়া বালুর রাশি,
নগরীর এই মহারোগ
কাটে না কভু দুর্ভোগ!
নিগৃহীত হচ্ছে নগরবাসী!

২৮/০৫/২০১৬