পরম যত্নে ফুলের বাগান
লাগিয়েছ মালি,
মনের মাধুরী মিশিয়ে
দিয়েছ প্রেম ঢালি ৷

সে ফুলেতে মৌ মুসাফির
জুটছে ঝাঁকে ঝাঁকে,
গানে গানে মুখরিত
করছে ভুবনটাকে ৷

২০/০৪/২০১৬