যার চুরি পড়ে না ধরা
সে তো কোন চোর না,
ডুবে ডুবে জল খায় যে
সে তো কোন খোর না ৷

মূলো চোরের হয় গুরুদণ্ড
সাগর চোরের হয় না,
কারণ মূলো চোর ধরা যায়
সাগর চুরি ধরা খায় না ৷

মন্দ পিঠটা আড়াল করে
সাদা করে প্রদর্শন,
ভাবে কী সে? কেউ না দেখুক,
সবকিছু দেখেন একজন!

২০/০৫/২০১৬