পাখার জায়গায় আছে পাখা
যাচ্ছে পাখি বাতাস ফুড়ে,
চাকার জায়গায় আছে চাকা
দেখছে মানুষ ভুবন ঘুরে ৷
জলের জায়গায় আছে যে জল
চলছে তবু জোয়ার ভাটা,
আলোর জায়গায় আছে আলো
খেলায় মাতে দুনিয়াটা ৷
ঢেউয়ে ঢেউয়ে আন্দোলিত
তবুও কেউ দুলছে না তো,
সইছে সবই; নিলীমিত
চোখ দুটি কেউ খুলছে না তো!
মনের জায়গায় আছে যে মন
বিভোর সে যে কল্পলোকে,
মনের কথাও যায় ভুলে মন
হারায় সে স্বপ্নালোকে ৷
১৩/০৫/২০১৬