জীবনটা প্রবাহমান জল
সে ছুটেই চলে অবিরল ৷
স্রোতের তোড়ে কভু পথ হারায়
আবার অচেনা কত পথ পায় ৷

পথ হারানোর ফলে
স্বাদে-বিস্বাদে চলে!
চলতে চলতে যেথা থামে,
সে রঙে রঞ্জিত সাঁঝ নামে ৷

২০/০৫/২০১৬