.      স্বর

যদি স্বর বদলিয়ে
আচমকা কেউ
চমকে দিয়ে আমায়
ডেকে ওঠে ঘেউ!

স্বরের দ্বারা তাকে
চিনে নেবো কে সে?
স্বরকে পাল্টিয়ো না
বলছি অবশেষে!

         রঙ

যদি ভোল পাল্টিয়ে
কেউ দেখায় টিকি
আমি তাকে ঠিকই
ভাবব গিরগিটি!

তার চেয়ে সেই ভাল
যে সুরতটা ছিলো,
অন্যথায় সে - আমি
দূরে লক্ষ কিলো!

       মুখোশ

মুখোশ পরে করলে
তুমি অভিনয়,
মুখোশটাকেই চিনবো,
ওটা তুমি নয়!

আমায় দেখেও তুমি
চিনতে পারো নাকো?
সারাজীবন তবেই
মুখোশ পরে থাকো!

১৪/০৪/২০১৬