চোরের ভয়ে হাত গুটিয়ে হতাশায় না আর লুটিয়ে
লিখে যাবো মনের টানে ৷
কবি'র কাজ লিখে যাওয়া কেনো বৃথা ভয় পাওয়া?
এর কোনো নেইতো মানে!
চোরের কাজ করবে চোরে চুরি করবে অগোচরে!
গৃহস্ত থাকবে সচেতন
তার ভয়ে ঝিমিয়ে গেলে সব হাতাবে করতলে
সুযোগ বুঝে আছে যে ধন!
জানে না সে একটি ফসল ফলাতে কত রক্ত হয় জল!
প'ড়ে পাওয়া মুদ্রা ভেবে ৷
মালিক নেই মনে করে তুলে নেবে নিজের তরে
অসাধু আর কুমতলবে!
চুরি করা ধনে কী আর স্বপ্ন সাধ পূরণ হবার?
এতো অকল্যাণ প্রার্থণার!
ভাংলে সবাই নীরবতা চুরি করা তো দূরের কথা
পাবে না জো মুখ লুকাবার!
চোরকে বলি কোর না চুরি পরের ধনে হয় না পোদ্দারি
কবিতাকে বাসলে ভালো,
লেখায় খাটাও নিজের মেধা বিপথে নষ্ট কোর না বৃথা
নিজেই জ্বালাও স্বীয় আলো!
রচনা : ০৭/০৪/২০১৬ খ্রিঃ