কেউ যা খুশি করতে পারবে,
নেই কোন বাধ্যকতা,
কোন গোত্র কিছু চাপিয়ে দেবে
তা মুখ বুজে সইবে মানবতা ৷
লক্ষ্যে নয়, অর্জন ভাগ হয়,
নেই কোন জবাবদিহীতা!
সবাই আত্মপক্ষাবলম্বনকারী,
হৃদয়ে চরম পরশ্রীকাতরতা!
এটাই স্বাধীনতার মহত্ব-
যুগে যুগের স্বেচ্ছাচারিতা!
এখানে মজলুমের পক্ষে নয়,
জালিমের থাকে সব বৈধতা!
এক নদী রক্তে অর্জিত স্বাধীনতা,
তুমি সত্যিই যাবে না বৃথা,
অর্জনকালে ছিল না কোন বৈষমতা,
হে আমার স্বপ্নের স্বাধীনতা!