কবিতা লিখতে মনের মাঝে জাগে বড্ড সংশয়?
কীভাবে দেব উপহার এক পৃথিবী কাব্যময়?
কবিতা লিখতে কোথা পাবো তাল ছন্দ উপমা?
হয় না লেখা, জানি না এসব কোথায় আছে জমা?
কেমন করে ব্যক্ত করব মনের যত ভাবাবেগ?
যেভাবে অঝর ধারায় ঝরায় বৃষ্টিকে কাল মেঘ ৷
যদি ছন্দ রূপক উপমা না থাকত পৃথিবী জুড়ে
শুধু হাসি কান্না শব্দ দুটোই থাকত পৃথিবী মুড়ে ৷
উপমা বিহীন এই ধরণী হত পরিণত বোবার রাজ্য
মনের ভাষা বুঝাতে সবাই হত অকৃতকার্য!
সয়ং প্রভুও ব্যবহার করেছেন উপমা ও রূপকতা
রূপক ও উপমাবিহীন পৃথিবীতে পাথরের নীরবতা ৷