ওটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন; চোখে জল ছিটিয়ে,
দুঃস্বপ্ন থেকে তোমাকে দিয়েছি জাগিয়ে!
আজও দুঃস্বপ্ন-সুস্বপ্নকে চিনতেই শেখনি,
জল ছেটানোর দোষে আমি আমৃত্যু দোষী ৷
সর্বদা নিজকে মাঠের নায়ক না ভেবে মনে
কখনো কখনো বসতে হয় দর্শকের আসনে ৷
ভুলগুলো বেরিয়ে আসে দর্শক সারিতে বসে,
বৃথা শুধু পার করো, লাভ ক্ষতির হিসাব কষে!
আগুনের তীব্রতা যতবেশি পুষবে নোংরা মনে
তোমার মনের সাথে ধরণীটাও পুড়বে হুতাশনে ৷
একদা সে আগুন তোমাকেও করে ফেলবে আছন্ন!
চারপাশ জনশূন্য, পাবে না কাউকে সাহায্যের জন্য ৷
স্বপ্ন যারা দেখতে জানে, তাদের সে স্বপ্নের ঘরে
দুঃস্বপ্ন ভেবে স্বীয় আগুনে দিয়েছ শ্মশান করে!
স্বপ্ন দেখার অভ্যাস কখনো ছিল না, আজও নেই,
তাই কী অন্যের স্বপ্ন পোড়াও এভাবে নিমিষেই?
রচনা : ২৩/০৩/২০১৬ খ্রিঃ