সবুজ পাতা বদলিয়ে দেয়
ঝরাপাতার দিনকে,
রূপ হারানোর ব্যথা ভুলে
চিনে নেয় অচিনকে ৷
বহুদিন ওই শুকনো গাছে
গজায় না আর পাতা,
বাকল ঝরা ব্যথিত মন
কাটায় নিরবতা!
সজীব গাছের দুঃখ ভোলায়
সবুজ পাতার বাহার
শুকনো গাছের দুখ্ ভোলাতে
ফাগুন আসে না আর!
সজীব নিত্য কষ্ট ভুলে
ফাগুনে হয় রাজা,
শুকনো কাটায় স্মৃতি নিয়ে,
কষ্টটা তরতাজা!
রচনা : ২১/০৩/২০১৬ খ্রিঃ