আল্লাহ এক, অদ্বিতীয় স্বত্বা তিনি,
তিনি ছাড়া কোন মা'বুদ নেই জানি ৷
তাকে যে অমান্য করে সে অবিশ্বাসী,
তিনি দয়াময়, চিরঞ্জীব ও অবিনাশী ৷
সৃষ্টির আদি থেকে আছেন,
অনাদিতেও তিনি থাকবেন ৷
তিনি সর্বজ্ঞ, সর্ব দ্রষ্টা,
তিনি বিশ্বজাহানের স্রষ্টা ৷
সবকিছু তাঁরই অনুগত,
মোরা চলতে পারি না ইচ্ছেমত ৷
বেহেশত-দোযখ তারঁই সৃষ্টি,
তাঁর ইশারায় হয় ঝড় ও বৃষ্টি ৷
মানুষ আশরাফুল মাখলুকাত,
জন্ম মৃত্যু সবই তাঁর হাত ৷
সকল সৃষ্টি তাঁর বন্দনায় মশগুল,
সব জেনেও করছি আমি ভুল!
মুহাম্মদ (সাঃ) আমার প্রিয় নবী,
শুধু মুখেই বিশ্বাস করি এ সবই !
পশু প্রাণিদের কোন জ্ঞান নাই,
তাহলে উত্তম আদর্শ কোথায় পায়?
ওদের তো জীবন বিধান নেই আমাদের মত ৷
কীভাবে ওরা সদা থাকে প্রভুর অনুগত?
আমরা সৃষ্টির রহস্য জানি না,
তবুও কেন মানি না?
প্রতিদিন শোনে আমাদের কান,
মুয়াজ্জিন করে নামাজের আহ্বান ৷
এসো কল্যাণ ও উত্তম এবাদতের দিকে,
সবকিছু বুঝেও পালাই কীসের অভীকে?
দুনিয়ায় সাময়িক কষ্ট থেকে বাঁচার জন্যে,
আসামীর মত সদা হয়ে বেড়াই হন্যে!
আল্লাহ বলেন "একদিন তোমরা মরবে,
পালাবার পথ নেই, আমাতেই প্রত্যাবর্তন করবে ৷
মৃত্যুর ভয়ে আমার চোখ ভরেছে অশ্রুজলে!
তবুও কেন পড়ে আছি গাফিলের দলে?
রচনা : ২০/০১/১৯৯৭ খ্রিঃ