তোমাদের এই আঙিনায় বন্ধু
পাবে না আর আমাকে,
হৃদয়ের বাঁধন ছিড়ে চললাম
তোমাদের দূরে রেখে!
জীবনের সেই কচিবেলা থেকে
চলেছি চরণের ছাপ দেখে,
বিদায় দাও হেসে, কী হবে?
নেত্রকোণায় দু'ফোটা এঁকে?
অকূপারে হাবুডুবু খাচ্ছিলাম
পরিত্রাণ দিয়েছিলে হাতধরে,
কোনদিন ভুলবো না এই কৃপা
চিরদিন স্মরবো অন্তরে ৷
রচনা : ২৪/১২/১৯৯৬ খ্রিঃ
(লেখাটি কুড়ি বছর আগের, যদিও আজকের দিনে এর
সাথে কোন প্রাসাঙ্গিকতা নেই, তবুও আসরে পোস্ট দিলাম)