তুমি কভু হারতে শেখনি
পাছে জিতে যাবো বলে,
যদি আমি হারিয়ে দেই!
তাই আত্মবিশ্বাস টলে!
দু'জনার হারজিতের মাঝে
হারিয়েছে ভালোবাসা,
মৌনতা নয়, চারপাশ জুড়ে
শুধু সুতীব্র জিজ্ঞাসা!
ভালোবাসা কেন? হারজিতের
ভাবনা হারাক পথের ঠিকানা,
তুমি জিতলেই আমি জিতি
তুমি কেন তা বুঝ না?