সে যে একজন বধির, চেয়ে আছে অধির
তোমার ওই মুখপানে,
তোমায় ভালোবাসে, থাকে পাশে পাশে
শোনে না তো কানে!
তোমার চোখে মুখে, হাসি ঝরে সুখে
অনুভবে দেখে,
বোঝে না মনের ভাষা, আমৃত্যু হতাশা!
দিন যায় চেয়ে থেকে ৷
তোমার ভেজা দু'চোখ, তার নিভৃতে দেয় শোক
কাঁদে দিবাযামী,
বলতে ব্যর্থ কথা, শুধুই নিরবতা
হবে অনুগামী ৷
বাড়াও গো দয়ার হাত, না আসুক সুপ্রভাত,
থাকবে সে তিমিরে,
নাই কোন উচ্চাশা, দিলে ভালোবাসা
থাকবে তোমায় ঘিরে ৷
রচনা : ১১/১২/২০১৪ খ্রিঃ