যদি কখনও কোনদিন কোনখানে
দেখা হয়ে যায় দু'জন দু'জনার সনে ৷
আমার কোন অপূর্ণতা তোমার চোখে পড়বে?
না কী ভাললাগার কিছুতে চোখ আটকে যাবে?
প্রথম কণ্ঠস্বর তোমার কাছে কেমন লাগবে?
আমি কিন্তু তোমা পানে চেয়ে র'ব মুগ্ধতায়!
তোমার ভেতরের সব অপূর্ণতাকে ভুলে যাব,
মুখের কথা বাণীর মত মুগ্ধ চিতে শুনে যাব ৷
আমি আমার অতীতকে দিয়ে দেব বিসর্জন,
দু'জনার যদি দেখা হয়, হবে কী কথোপকথন?
রচনা :০৯/০২/২০১৫ খ্রিঃ