নীরব থেকে থেকে কিছু রইল আর,
শুধু আজীবন প্রবঞ্চনা দিলি আত্মার!
পরের জন্য পেলি শুধু নির্মম ব্যথা!
সন্তর্পণে নিভৃতে পেলে গেলি নিরবতা!
তোর বলতে কিছুই নেই,
বেঁচে আছিই ঢের এই ৷
তবুও তুই সবার কাছে অজ্ঞাতসার!
নিজের জীবন রেখে বাজি,
করে গেলি শুধু কাজ-ই ৷
তবুও তাতে নেই কো নাম
কেউ তোকে দেয় না দাম!
সারাজীবন কীসের লাগি দিয়ে গেলি বেগার?
তুই কাজ করিস বলে
হিসেব নেয় সবে মিলে,
কিন্তু যে করে না
তার হিসেব লাগে না ৷
সবাই আছে হিসেব নিতে, নেই জ্বালা বুঝবার!
রচনা : ২১/১০/১৯৯৬ খ্রিঃ