কষ্টগুলো সঙ্গেই এসেছিল,
আজীবন জেঁকে বসেছিল!
পেয়েছি যা, হারিয়েছি সবকিছু
ছাই কুড়িয়ে ফিরেছি যে পিছু ৷
অবশিষ্ট নেই তো কিছুই আর,
শুধু কষ্টগুলোই রইল নির্বিকার!
চলছে আমায় ছেড়ে যাওয়ার যজ্ঞ!
কষ্ট বাদে, তারা- নয় তো অকৃতজ্ঞ ৷
রচনা : ২৬/০২/২০১৬ খ্রিঃ