জীবনে যখন ভুলগুলো
সামান্য তৃণসম ছিলো,
সমূলে উপড়িয়ে তুলে-
ফেলা যেত দু'আঙুলে ৷
কিংবা মাটির সাথে মিশিয়ে
দেওয়া যেত পায়ে মাড়িয়ে ৷
কারো কিঞ্চিত উদাসীনতায়
সে ভুলগুলো আজ আঙিনায়-
তা রূপান্তরিত তৃণ হতে
আজ বিশাল মহীরুহতে!
যে বিষবৃক্ষ লালন করেছে
সে তো আড়ালে চলে গেছে ৷
আজ তাকে ভূপাতিত করা
অসম্ভব কারো একার দ্বারা!
কেউ কষ্টে দম আটকিয়ে
পড়ে আছে তারই ছায়ে!
রচনা : ৩০/০১/২০১৬ খ্রিঃ