মায়া-মমতা, ভালোবাসায় হৃদয় পরিপূর্ণ,
শুধু মনের প্রশান্তিতে তো আর
জীবন চলে না!
ওষ্ঠাগত শরীরেরও একটু স্বস্তি চায়!
শান্তির আয়োজনে ব্যস্ত,
দিনে দিনে মনের শান্তির ক্ষয়!
ঘুমের ভেতর স্বপ্নরাও উঁকি দেওয়ার
সুযোগ পায় না!
শরীর খুব সুখে আছে
মনের সুখ যেন খাঁচা ছেড়ে বনে গেছে!
ভাববার জন্য একটু বিরতি
আজ নিজকে শেকড় কাটা বৃক্ষের মত লাগে!
কখনো মনে হয় আমার
এখনো জন্মই হয়নি!
আজ ঘুমের মাঝে স্বপ্ন আসে,
সেই অতীত দিনের ছবি,
আজ সকালবেলা আমি স্বপ্নস্নাত!