.             (১)
তুমি ছাড়া কোন আলো নেই,
অন্ধকারাছন্ন সব,
সবাই তোমা থেকে আগত
তুমি দয়ালু হে রব ৷

বিশ্বগজতের যা কিছু সব
ইচ্ছারই প্রকাশ তোমার,
এবং তোমারই দিকে একদিন
ফিরবে বিশ্বচরাচর ৷

             (২)

আল্লাহ আমার দুঃখের সাথী
আমার কীসের ভয়? 
রাসুল হলেন জপমালা 
নেইকো পরাজয়। 

সত্য আমার অলংকার 
ওহে করুণাময়, 
রাসুল হলেন পথের দিশা 
যাঁর তারিফ জগৎময়।

             (৩)

গাছ-গাছালি, পাখ-পাখালী 
গাহে তোমার নাম 
সকল জীবের মালিক তুমি 
রহিম রহমান। 

তোমার ও নাম নিরবধি 
যায় গেয়ে ওই সাগর-নদী 
মাঠে-ঘাটে তোমার ও নাম 
সদা বিরাজমান। 

রচনা : ১৭/১১/১৯৯৫