সর্বস্ব সমর্পণ ক'রে
পেরিয়েছি অতীত,
আজ কেন ঘৃণা কর?
তোমার মনটা কী পতিত?
আমি তো অনুরাগী, খেলি
অনুরাগের খেলা,
সেটা তো হৃদয়ের কাজ
চলে না অবহেলা!
হৃদয়ের দেনা হৃদয়ে মেটাও
মুখে কেন কর দ্বন্দ?
মুখে এক মনে আরেক,
তুমি তো হৃদয়ান্ধ!
রচনা : ২০/০৯/২০১৪ খ্রিঃ