সকাল বেলা বেরুয়ে
আমি খাবার খুঁটি
রাতে শোবার আগে
নাড়াই দাবার গুটি।
দুপুরের খাবার শেষে
শয্যায় গুটি সুটি
বিকেল হলে বেরুই,
জামার হাতা গুটি।
সন্ধাবেলা বৌয়ের সাথে
রোজ খুনসুটি
হৃদয়টা ছিড়ে হয়
মোর কুটি কুটি।
রাতে বাচ্চারা এসে;
পায়ে গুটি গুটি
বলে, কিছু লাগবে,
ফেরাও চোখ দুটি।
খাইতে তো পারি না
পরের ধন লুটি
সময় পার হয় তো না
আমার চাই ছুটি।
টাকা তো নেই অন্যদের
মত মুঠি মুঠি
সংসার জ্বালায়, খাচ্ছি
আমি লুটোপুটি!
পারিনা নিচে নামাতে
মোর পা দুটি
পারিনা করতে এ বাসনা
উপরে উঠি।
সন্তান তাে আছে মোর
ঘরে দুটি
সে জন্যে তুলতে যে
পারি না খুটি!
রচনা : ১৪/০৮/২০১৪ খ্রিঃ