ফুল ফুটে ভরে আছে বাগান
পেলাম না তো কভু তার সুঘ্রাণ!
হৃদয়ে লুকিয়ে অভিমান
গাই তবু প্রহসনের জয়গান ৷

১৬/১২/২০১৫ খ্রিঃ