ক্ষণিকের ফুলকে ভালবাসার ন্যায়
কারণে বা অকারণে তোকেও কবে ভালবেসেছিলাম;
সে কথাও আজ ভুলে গেছি, সেও তোরই কারণে ৷
তুই আছিস তাই ভুলতে পারি কিছুটা,
আমি কী তোকে ভালবেসেছিলাম?
না কী তুই-ই ধরা দিয়েছিলি আমাতে?
প্রথম ভাললাগার দিনে, ভাবনার গণ্ডিটা
শুধু তোকে ঘিরেই ছিল ৷
অনেক কিছু ভুলে গেছি, সময়ের স্তরে স্তরে!
ভুল করে তোকেও ভুলতে যাই!
তুই-ই ভুলতে দিস না ৷
নিকটটা অ-নে-ক দূরে গেছে!
দূরটা এসেছে অনেক কাছে ৷
তোর আর আমার মাঝে দূরত্বের দেয়াল উঠিনি ৷
কারণ তোর আর আমার মাঝে স্বার্থ নেই তাই ৷
যতদিন যায় তত যেন আরো
তোর প্রেমে জড়িয়ে পড়ি,
তুই আছিস শয়নে, স্বপনে, জাগরণে, উত্তরণে ৷
রচনা : ১৫/০৩/২০১৫ খ্রিঃ