না জেনে আমাকে কেউ ভালবেসো না,
সেটা তীব্র কষ্ট, ভালবাসার পর ঘৃণা!
তার চেয়ে সে-ই ভাল, কেউ ভাল না বাসুক,
ঘৃণা করুক, তাতে আমি মোটেও পাব না দুখ!
ঘৃণার পরে আবার যেন ভালবেসো না,
কারণ আমি মানুষ, নই নিষ্প্রাণ খেলনা!
ঘৃণা যদি করবে তবে কাছে টেনো না,
যাচাই না করে আমায় দূরে ঠেলো না ৷
এ জীবন অতিবাহিত হয়ে যাক ক্ষতি নেই তাতে,
আবেগের ভালবাসার পরে চাই না ঘৃণিত হতে!
আমায় না জেনে কেউ প্রিয় বলে ডেকো না,
জানি স্বার্থের টানে পায় মাড়াতে বাঁধবে না!
রচনা : ১১/১২/২০১৫ খ্রিঃ