স্বপ্নের মাঝে আসো তুমি,
জেগে উঠে গড়ি তোমার
কান্তিমান অবয়ব ৷
হয়ত কোনদিন জেগে উঠব না আর!
চারপাশে ছড়িয়ে রবে যত উপকরণ,
উন্মোচিত হবে না তোমার রহস্য ৷
তোমাতে আমি
আমাতেই তুমি
চিরতরে হয়ে যাব বিলীন!
হে আমার রহস্যময়তা ৷
রচনা : ০৮/১২/২০১৫