এমন কোন ভুলের জন্য, পুড় কী অনুশোচনায়?
কী ক্ষতি হয়, পোড়ার চেয়ে ভাবতে কিছু সময়?
নিভৃতে কী অশ্রু ঝরে? নিঃশব্দে হৃৎগহীনে!
পরিত্রাণে কী কারণটা ভাবনায় আন মনে?
মিলনের আকাঙ্খায় মনে কী তীব্র ব্যাকুলতা?
কিন্তু মুখখানা কী আদৌ লজ্জাবনত সেথা?
যদি কোন কর্মের দ্বারা ক্ষমা চাইতে হয়,
কী ক্ষতি হয় না নিলে শঠতার আশ্রয়?
সমুখে অমূল্য হিরামন অযত্নে ধূলায় লুটায়!
কী ক্ষতি হয় মেলে দিলে মমতাময় হৃদয়?
যদি জ্ঞাতসারে কোনরুপে সম্মান চলে যায়!
কী ক্ষতি হয় সে ভাবনায় ব্যয় না করলে সময়?
কারো জন্য হৃদয়টা কী ঢুকরে ঢুকরে কাঁদে?
কী ক্ষতি হয় ভাবতে একটু দূরে ঠেলার আগে!
সময় শেষে ফিরে, হারিয়ে মর্যাদার আসন,
ফিরে পাবে কী আগের মত মনের সিংহাসন?
সম্মানের চেয়ে সার্থটাকে ভাবতে ভাবতে মূখ্য,
ধূলিরাসনে দিগম্বরের লাগেও না আর দুঃখ!
নাসিকা কর্তন গেলে একবার সম্মানে আর বাঁধে না,
পাষাণ হৃদয় এক লহমা কারো জন্যও কাঁদে না!
রচনা : ০৮/১২/২০১৫ খ্রিঃ