এতটুকু জীবনে হায়
করেছি কত পাপ!
হে প্রভু তবুও কেন
হয় না যে পরিতাপ!
সত্যটাকে ধরি আবার
ফিরে ফিরে আসি,
মনটা আমার টেকে না তো
জমলো পাপের রাশি ৷
দয়াল প্রভু, তোমার কাছে
যাঁচে যারা ধনজন,
তাদের তা দাও, তবে কেন
আমায় দাও না সু-মন ৷
তুমি সবই জানো তবে
এভাবে কী লাভ পাও?
প্রার্থক আমি, আমায় একটি
বিশুদ্ধ হৃদয় দাও ৷
সত্য সুপথ ছাড়া উপায়
নেই তো কোন কিছু
কেন তবে প্রভু আমি
পড়ে আছি পিছু!
কখন কোন্ অজান্তে প্রভু
তোমার নামটা ভুলি,
হিরা ভেবে দুটি হাতে
কাঁচটাকে নিই তুলি ৷
তখন তুমি ভেঙে দিও
আমার সমস্ত ভুল,
পথহারা পথিক যেন
পেয়ে যাই পথের কূল!
পান্থপাড়া, শার্শা, যশোর ৷
তারিখ : ২৫/১০/১৯৯৬ খ্রিঃ