অন্যের সম্মান ভূলুণ্ঠক, ঈশ্বর পেতে গেছো?
বলো দেখি আসলে কী তাঁর সন্ধান পেয়েছো?
নিজকে মিথ্যা জাহির করো প্রভুভক্ত মস্ত,
অপরাধ ঢাকার অভীকে প্রভুকে ডাকো দোস্ত!
কেন এমন? এটা কী অজ্ঞতার ফসল?
না কী সচেতন অভিনেতা, চরিত্রহীন খল?
কারো আশা-আকাঙ্খা দিয়ে জলাঞ্জলি,
স্বেচ্ছাচারিতায় নীরিহকে দাও নিষ্ঠুর বলি!
আসলেই তুমি আজও কী কিচ্ছু পেয়েছো?
সন্ধ্যাবেলা মিলিয়ে নিও, কী কী হারিয়েছো!
কুসুম-কোমল হৃদয় জুতোয় পিষেছো!
হে উদ্ধত, বলো তো কী কী পেয়েছো?
কুড়োবে অভিশম্পাত! এহেন কর্মের জন্য,
নিষ্ফলতার হাহাকারে হবে দুর্দশাপন্ন!
ঈশ্বর পেতে সৃষ্টিকে কষ্ট দেওয়া নয়!
ভালবাসায় ভরিয়ে দাও ঈশ্বর সেথা রয় ৷
রচনাকাল : ১৩/০৪/২০১৫ খ্রিঃ