আমি কোথায়? আমি যেন
আছি কোন ঘোরে!
কতদিন আকাশ দেখি না
পতিত অন্ধ গহ্বরে!
বলতে পারি না নিজ মুখে
নিজের মত করে
যেন কলিজা ফেটে যায়,
কাঁদি গুমরে গুমরে!
নিজের ভুবন আপন মনে
পারি না সাজাতে,
মনে ভয়ানক উৎকণ্ঠার
ঘণ্টা থাকে বাজাতে!
চেনা পৃথিবী লাগে যেন
খুবই অচেনা,
দূরের বৈরীতা চারপাশে
করে আনাগোনা!
এটা কী আমার কোন ভুলের
পরিণামকে জানা?
ভুল না করলে চারপাশ কী
থেকে যেত না অচেনা?
আমি কী আর নিজের করে
নিজকে ভাবতে পারব না?
যে দিন পারব সেদিন হয়ত
আমি আর থাকব না!
রচন : ১৮/১০/২০১৫ খ্রিঃ