আমার আছে এক সবুজ গ্রাম, মাটির মানুষে বাস,
গাঁয়ের সরল কৃষক মাঠে জমিতে করে চাষ ৷
গরু গাড়িতে সবজি ভরে বিকাতে যায় হাটে,
রাখাল ছেলে গরু লয়ে চরাচ্ছে দূর মাঠে ৷
ওই সীমাহীন আকাশের গায় ভাসে মেঘের ভেলা,
দূর দিগন্তে ডানা মেলে পাখিরা করে খেলা ৷
গাঁয়ের বধূ জল আনতে ছুটছে কলসি কাঁখে,
জেলে ভাই জাল ফেলেছে মাছ উঠেছে ঝাঁকে ৷
গাঁ ঘেষে রয়েছে নদী জল শুকায় না তার,
ফুলে ফুলে সুশোভিত নদীর দুইটি ধার ৷
গাঁয়ের যত মানুষ আছে সেথা স্নান করে,
এনদীতে নেমে একবার কেউ ফেরে না ঘরে!
নীল আকাশে মেঘের ভেলা জলে পড়ে ছায়া,
সবুজ-শ্যামল গাঁওখানির হারায় না তো মায়া ৷
এগাঁয়ের আছে একটি বিরাট বিশেষত্ব,
ভরবছর এক ঋতু তার নয় কথা অসত্য ৷