উচিৎ কথায় মামাও বেজার!
ইচ্ছেমত চলে সবাই যে যার!
কারো কাছে নেই জবাবদিহীতা!
প্রতিপদে হিংসা-বিদ্বেষ-বাঁধা ৷

আমি বেশী বুঝি, অধিক জানি,
জগতে একাই নীতিবান ও জ্ঞানী ৷
সব ধ্বংস হয়ে গেলেও অটল!
মিথ্যাহমিকা ফেলেছে আমায় অতল!

বড়দের সম্মান করা আমার চলে না,
ছোটদের ভালোবাসায় হৃদয় গলে না ৷
কারো পরামর্শের মর্যাদা করি না
আমি সর্বজ্ঞানী কারো ধার ধারি না ৷

আমি খুব বিনয়ী তা কাউকে দেখাই না,
আমি সাধক, কাউকে হেতু শেখাই না ৷
একদা আমি ছিলাম খরস্রোতা এক নদী,
গোঁ ধরে আবর্জনায় পর্যবসিত নিরবধি!

রচনা : ১৬-১১-২০১৪ খ্রিঃ