.         (১)
ছন্দবদ্ধ কাব্য আমিও
অনেক ভালোবাসি,
মনের টানে ছন্দের প্রাণে তাই
বার বার ছুটে আসি ৷

           (২)
জোর করে কেউ ছন্দে লেখার
করে না দায়িত্বারোপ,
যে যেভাবেই পারেন লিখুন
ছন্দ কভু পাবে না লোপ ৷

             (৩)
নামের পিছেই পাঠক ছোটে
একথা সত্য নয়,
লেখার গুনে নাম একদা
পাঠকপ্রিয় হয় ৷

              (৪)
একঘেয়েমী জীবন মোটেও
ভাল্লাগে না আর,
মুক্ত খুশির বানে ছুটতে
মন চাই যে বার বার ৷

             (৫)
তোর অলৌকিক সৌন্দর্য
অর্পন করিস যাকে
সে তোকে ছাড়তে চাইলেও
তুই ছাড়িস না তাকে ৷