থলের ভেতর বইগুলো মগজে এয়ারফোন,
ওই চলেছে ননি'র ছেলে বিদ্যানিকেতন ৷
বইগুলো তার থলের ভেতর যেন বিষের শিশি,
বইয়ের পাঠ লাগে গরল পায় না ভেবে দিশি!
ননি'র ছেলে যায় স্কুলে পারে না কোন পড়া,
মাস্টার মশাই ধরলে পড়া চোখ হয় ছানাবড়া!
সনামধন্য ব্যক্তি ননি বিদ্যালয়ের সভাপতি,
অকৃতকার্যের শিক্ষকরা তুলে দেন বছর প্রতি ৷
ননি'র ছেলে শ্রেণিতে প্রথম, কী বিষম খাতির!
গরীব মেধাবীরা পিছিয়ে, ভবিষ্যৎ কী জাতির?
শিক্ষকগুলো ননি'র ভয়ে কাঁপে থরো থরো!
ছা পোষা মেরুদণ্ডহীন একেকটা তো জড়!
ননি'র অনেক কালধান্দা তারচে কাল চেহারা,
টাকায় সব করে সাদা কিলিয়ে পাকায় পেয়ারা!
মাথায় যত কেশ আছে তার চেয়ে বেশি পাপ!
টাকার জোরে বনে গেছে বাপের উপর বাপ!
ননি'র ছেলে যায় স্কুলে চ'ড়ে মোটর বাইক,
মেয়ে দেখলে হামলে প'ড়ে করে শুধু লাইক ৷
কোমলমতি শান্ত মেয়ে চুপষে হয়ে যায় ফানুস,
কেউ করে না প্রতিবাদ চেয়ে দেখে সব মানুষ!
এই সমাজের হাল দে'খে দুঃখ লাগে অতি!
দিনরাত বুলি আওড়ায় সৎকাজে সদা ব্রতী!
নোংরা মাথায় ভাবেন করবেন সবার গতি
ননি'র ছেলে তারই মত, তিনি সমাজপতি!
রচনা : ১৯-০১-২০১৫ খ্রিঃ,