আমি আজ আর তোমাদের
আপন কেউ-ই নই,
মুখ লুকিয়ে নিভৃতে তাই
নিজের মতই রই!
কাছে যত আসতে চাই
তত দূরে ঠেলো
যত সহজ হতে যাই
তত অতলে ফেলো!
তোমাদের আর চিন্তা নাই
নিজেই গেলাম সরে,
ডাকা লাগবে না কভু আর
তেতো নামটি ধরে!
ডাকবে যদি কেন তবে
কর এ প্রহসন?
অপরাহ্নের আকাশে কী আর
করবে ঊষারঙ ধারণ?
রচনা : ১৯.০৯.২০১৫ খ্রিঃ