তোমার বুকে জন্ম নিয়ে
ধন্য জীবন ধন্য
তোমার বুকে হেসে খেলে
শূন্য জীবন পূর্ণ ৷
তুমি আমার মায়ের আঁচল
তুমি আমার চোখের কাজল,
তোমার নিবিড় মায়ায় হল
হৃদয়টা আচ্ছন্ন ৷
তুমি আমার বুকের ভাষা
তোমায় নিয়ে সকল আশা,
সবার মাঝে তুমি সেরা
তুমি যে অনন্য ৷
তুমি আমার চোখের তারা
তোমার রূপে দিশেহারা!
জীবনটা বিলিয়ে দেব
তোমার রক্ষার জন্য ৷
রচনা : ২৫.০৩.১৯৯৬ খ্রিঃ