বৃষ্টি পড়ে গুড়ি গুড়ি
দিনটা কাটে ছাতামুড়ি ৷
মুখ দেখায় না চাঁদের বুড়ি
সূর্য দিল কাঁথামুড়ি ৷
ঝম্ ঝমা ঝম্ এমন দিনে
দিন কাটে না বন্ধু বিনে ৷
পা বাড়ানো যায় না বাইরে
ঘরের ভেতর তাইরে নাইরে ৷
জানি না কবে থামবে কান্না
বেশ হয়েছে আর না আর না ৷
তুমুল বর্ষায় ভাসে চৌহদ্দি
ব্যাঙেরও বুঝি লাগল সর্দি ৷
সকাল দুপুর যায় না চেনা
এভাবে আর ভাল্লাগেনা!
চারদিকে কেমন বর্ষার বেশ
রঙিন ছাতায় সেজেছে দেশ ৷
রচনা : ১২/০৮/২০১৫