কী জাদু আছে তোর ভেতর?
সৌন্দর্য পিয়াসি-
দেখলে তোকে তড়িৎবেগে
ফেলে ভালবাসি!
তোর অলৌকিক সৌন্দর্য
যে করেছে ধারণ
সে তোকে ছাড়তে চাইলেও,
তুই ছাড়িস না কী কারণ?
তোর শোভা কারও হৃদয়কে
করে যদি প্রলুদ্ধ
আত্মজকে বাঁচাবার মত
করে যায় সে যুদ্ধ ৷
তোর সৌন্দর্যে রঞ্জিত হওয়া
অগ্নিদহা সমান
যে রেঙেছে সে দিয়েছে
সহিষ্ণুতার প্রমান ৷
তোর অলৌকিক মহিমায় হয়
অপসৃত ক্ষুধা ভয়
বল্ না আমায় তোর ভেতরটা
কী এমন সুধাময়?
রচনা : ১১.০৯.২০১৫ খ্রিঃ