তোকে অতি নিকট থেকে দেখেছি,
পল্লব 'পর শিশিরের মত থেকেছি!
'অনাহূত' তোকে পেয়ে কত ঠেকেছি
অসমাপ্ত কত শত ছবি না এঁকেছি !
সারা শরীরে তোরই রঙ মেখেছি,
তোর চোখে এভুবনটাকে দেখেছি।
অনেক কষ্টে নিজের ব্যথা ঢেকেছি,
ভুলব না কভু তোকে মনে রেখেছি ৷
খুলে দিয়েছিস তুই আমার নয়নযুগল
পান করিয়েছিস তৃষিত বুকে সুপেয় জল ।
আমা থেকে সবকিছু কেড়ে নিয়েছিস,
তার চেয়ে ঢের দিয়ে ভুলে গিয়েছিস ৷
রচনা : ০৭.০৯.২০১৫