মাগো!
        তোমাকে আজ অনেকেই মা বলে ডাকে,
         কিন্তু জীবনে প্রথম যার কাছ থেকে
         'মা' ডাক শুনে ভূষিত হয়েছিলে আর
         'মা' হবার সৌভাগ্য অর্জন করেছিলে
         তাকে আজ ভুলে গেলে?
মাগো!
         কাদের কারণে আজ তাকে ভুলে গেলে?
মাগো!
         তাকে প্রচুর ঘৃণা কর, কিন্তু ভুলে যেওনা,
মাগো!
         তার সব দোষ ওজন কর, দ্যাখো
         প্রথম 'মা' ডাকের সমান হয় কী না?
মাগো!
          তোমাকে আজ অনেকেই 'মা' বলে ডাকে,
          দ্যাখোতো সকলের 'মা' ডাক একত্র করলে
          প্রথম দিনের ডাকের মত মধুর লাগে কী না?

রচনা : ০৭.০৯.২০১১ খ্রিঃ